রাজনৈতিক কারণে, বিরোধী মত প্রকাশের কারণে যাদেরকে জেলে দেয়া হয়েছে তাদেরকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংকালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে ওই সাংবাদিক জানতে চান, কোনো অভিযোগ ছাড়া বা অভিযোগে আটক রাখা সব রাজনৈতিক নেতাকর্মীর অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। এসব আটক আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বানের সঙ্গে কি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ একই আহ্বান জানান? আপনি জানেন ২৫০০০ রাজনৈতিক…!
ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই ডুজারিরক বলেন, নীতিগতভাবে আমরা বিশ্বাস করি রাজনৈতিক মত প্রকাশের কারণে লোকজনকে কখনোই জেল দেয়া উচিত নয়। তাদেরকে মুক্তি দেয়া উচিত, বিশেষ করে যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা না হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |