আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৪৭
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার কালিশংকরপুরে গতকাল বিকেলে সংকল্প যুব সংগঠনের উদ্যোগে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বক্তব্য রাখেন আরটিভির ষ্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, শহর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আকাম উদ্দিন, সাবেক শ্রমিক নেতা শাহাবুদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এইচএম তানভীর নোবেল। সভা পরিচালনা করেন সংকল্প যুব সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আসগর আলী বলেন, বর্তমান মানবিক সরকারের সময় একজন মানুষকেও শীতে কষ্ট পেতে হয়নি। প্রত্যেক শীতার্ত মানুষ কম্বল পেয়েছে। সবার উপরে মানবিকতা। মানবতার জয় হলেই মানুষ হিসাবে জন্ম সার্থক হবে। তিনি সংকল্প যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যুবকরা শীতার্তদের পাশে এগিয়ে এসেছে দেখে আমি মুগ্ধ হয়েছি। নতুন প্রজন্ম মানবিকতার দর্শনে বেড়ে উঠছে। যুব সমাজ আজ মাদক এবং সন্ত্রাসকে ঘৃণা করে।
এরআগে পিঠা উৎসব প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর এইচএম তানভীর নোবেল। অনুষ্ঠান পরিচালনা করেন সংকল্প যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম। অতিথিরা ষ্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। একসময়ের সন্ত্রাস কবলিত কালিশংকরপুর আজ শান্তির জনপদে পরিণত। এখানে মেলা বসেছে, উৎসব হচ্ছে। সকল শ্রেণী পেশার মানুষ উৎসবে যোগ দিয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |