আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০২
কামরুল হাসান বাবলু :- দীর্ঘ তিন মাস ৬ দিন পর জামিনে মুক্তি পেলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ৰিড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার সবকটিতে জামিন হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
আমিনুল হকের মুক্তিত্বে উত্তর বিএনপির সর্বতরেরে নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।ইতিমধ্যে আমিনুল হকের মুক্তির বিষয়ে সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে উচ্ছাস প্রকাশ করেন বিভিন্নস্তরের নেতা কর্মীরা । বেশ কয়েকজন নেতাকর্মী এক প্রতিক্রিয়ায় বলেছেন , ভাইয়ের অভাব পূরণ হবার নয়। যখনি আমরা দলীয় ভাবে কোনো সমস্যায় পড়েছি ভাই ছায়ার মতো নেতাকর্মীদরে পাশে অবস্থান করেছেন । আমরা আমিনুল ভাই এর মুক্তির জন্য বিশেষ দোয়া করেছি । দোয়া করেছি জেলে থাকা আমান ভাই সহ অন্নান্ন নেতাকর্মীদের জন্য । আমরা এখন দোয়া করি আমিনুল ভাই যেন দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন ।
অন্যদিকে যারা তার মুক্তির জন্য সর্বোক্ষনিক পাশে ছিলেন এবং উত্তর বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।
পরিবারের সূত্র থেকে জানা গেছে, আমিনুল হক কারাগার থেকে মুক্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সেখান থেকে তার সুস্থতার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর তাকে গুলশান ২ এলাকা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা বিভিন্ন থানায় ১২টি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এসব মামলায় দুই দফায় তাকে ১১ দিন রিমান্ডে নেয় পুলিশ।সেই থেকে মুক্তির আগে পর্যন্ত করাররুদ্ধ ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা আমিনুল হক ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |