আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০
মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল আজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সুতীখালপাড় এলাকায় একটি সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় অভিযানকালে তাদের নিকট থেকে আনুমানিক ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ৯৪০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্বারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রাজধানী যাত্রাবাড়ী থানার সুতীখালপাড় , উত্তর যাত্রাবাড়ী এলাকার মৃত আবু সাঈদের পুত্র মোঃ কবির (৫২) ও নওগাঁ জেলার ধামুরহাট থানার আংরাত, গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র মোঃ ফরহাদ হোসেন (৩৬)।
আজ শনিবার দুপুরে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। র্যাব বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করায়। তবে, বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |