- প্রচ্ছদ
-
- রাজশাহী
- নওগাঁর পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
ব্রেলভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রসাশন সহ উপজেলা আওয়ামীলীগ, পত্নীতলা থানা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মুনাজাত করা হয়।
সকালে শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদারের সভাপত্বিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার শহীদুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ড, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, সুধিজন, সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
এর আগে সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মুনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Please follow and like us:
20 20