আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া লেডিস ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা গতকাল লেডিস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী)। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এহেতেশাম রেজা ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, লেডিস ক্লাব সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র নারীদের এগিয়ে নিতে এবং কর্মহীন নারীদের কর্মমুখী করতে বলিষ্ঠ ভূমিকা রাখছে। খেলাধুলার মাধ্যমে ক্লাবের সদস্যরা এক ঘেয়েমি জীবনের বাইরে বিনোদনের সুযোগ পাচ্ছে। কুষ্টিয়া লেডিস ক্লাবের সংস্কার কাজ শুরু হয়েছে। শুধু ভৌত অবকাঠামো নয়, এর পাশাপাশি মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি কুষ্টিয়া লেডিস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সভাপতির বক্তব্যে কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী) বলেন, কুষ্টিয়া লেডিস ক্লাব শুধু মাত্র একটি ক্লাব নয়, এটি এই জেলার পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়া, কর্মহীন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে কর্মমুখী করা, সমাজের অসহায় দুঃস্থদের মাঝে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার এক মহান প্রতিষ্ঠান। একইভাবে ক্লাবের এবং ক্লাবের বাইরের নারীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মমুখর থাকে কুষ্টিয়া লেডিস ক্লাব।
আজকের এই দিনে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও সুযোগ্য জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা মহোদয়ের প্রতি। যাঁর প্রেরণা ও সার্বিক সহযোগিতায় লেডিস ক্লাবের সকল কর্মকাণ্ড বাস্তবতা ও সাফল্য অর্জন করে থাকে। তিনি আরও বলেন, আমি সভাপতি হিসেবে যোগদানের পর কুষ্টিয়া লেডিস ক্লাবের প্রতিপাদ্য করেছি ‘ ‘সমাজ ও মানব কল্যাণের ব্রত নিয়ে লেডিস ক্লাবের পথচলা’। এর মধ্য দিয়ে প্রমাণিত আমাদের আদর্শ ও উদ্দেশ্য কি। ক্লাব মানে শুধু বিনোদন, আনন্দ উৎসব নয়। এখানে মানবতার শিক্ষা, সমাজ কল্যাণের শিক্ষা দেওয়া হয়। প্রতিটি সদস্যের হাত হবে মানবিকতার হাত। আপনাদের নিয়ে ক্লাবকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। একদিকে সেবামুলক কর্মযজ্ঞ অন্যদিকে ক্লাবের উন্নয়ন ও সংস্কার কাজ করেছি। ব্যানার বোর্ড, ডিসপ্লে বোর্ড, অনার বোর্ড দৃষ্টি নন্দন করেছি। ওয়াশরুমসহ ক্লাবের সার্বিক উন্নয়ন ও আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী বৃদ্ধি করা হয়েছে। যে কারনে লেডিস ক্লাবের সদস্যরা ক্রীড়া ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে।
বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মেঘা গুপ্তা, সহ সাধারণ সম্পাদক কুমকুম রহমান, সাহিত্য ও প্রচার সম্পাদক আফরোজা আক্তার ডিউ, ক্রীড়া সম্পাদক হাসিনা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা খানম, কাজী শামসুন্নাহার আলো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ মর্জিনা খাতুন।
প্রধান অতিথি কুষ্টিয়া লেডিস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |