আজ সোমবার | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৩
বিডি দিনকাল ডেস্ক :-চোটের কারণে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না বিশ্বকাপ বাছাইপর্ব। তাই বলে বসে নেই এই তারকা ফুটবলার। ইনজুরির সময়ে নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়িয়েছে নেইমারকে ঘিরে। করোনা মহামারিতে নেইমার নাকি মজেছেন নতুন প্রেমে, এমন খবরই জানিয়েছে রিও ডি জেনিরোর স্থানীয় সংবাদমাধ্যম।
মডেল নাতালিয়া বারুলিখের সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন জানাজানি হয় গত ফেব্রুয়ারিতে। তার আগে অভিনেত্রী ও মডেল ব্রুনা মারকুয়েজিনের সঙ্গে প্রেম ছিল ব্রাজিল তারকার। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বারুলিখের সঙ্গে প্রেমের গুঞ্জনই ছিল সাম্প্রতিকতম। কিন্তু ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এক্সপ্লিকা’ জানিয়েছে, করোনা মহামারির ব্রাজিলের পপ তারকা গাবিলির সঙ্গে নাকি মন দেওয়া-নেয়া চলছে পিএসজি তারকার।
আট মাস ধরে গাবিলির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশছেন নেইমার। মহামারির শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয় দুজনের।
২৫ বছর বয়সী গায়িকার আসল নাম গ্যাব্রিয়েল বাতিস্তা। করোনা মহামারির মধ্যেই নেইমার ও গাবিলি দেখা করেছেন বেশ কয়েকবার। প্যারিসে গিয়ে নেইমারের সঙ্গে দেখা করেছেন গাবিলি। এ ছাড়া নেইমারের বাসাতেও থেকেছেন বন্ধুবান্ধব নিয়ে। নিকটতম অতীতে দুজন একসঙ্গে সময় কাটিয়েছেন ব্রাজিলে। দুজনে প্রচুর ছবিও তুলেন। গাবিলির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সেসব ছবি আছে বলে জানিয়েছে এক্সপ্লিকা। গাবিলিকে নিজের পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন নেইমার।
Dhaka, Bangladesh সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:06 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |