আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৪
নিজস্ব প্রতিবেদক :- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, গত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। এ নির্বাচন দেশে ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে।
এ সরকার অত্যাচারী হয়ে গেছে। অত্যাচারী সরকার পৃথিবীর কোনো দেশেই টিকতে পারেনি।আমরা মনে করি, এ সরকারও বেশি দিন টিকতে পারবে না। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সালাম বলেন, দেশের মানুষ দেখেছে ৯৫ শতাংশ লোক ভোট দিতে যায়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছেই গ্রহণযোগ্য নয়।বাংলাদেশের মানুষের কাছে তো মোটেও গ্রহণযোগ্য নয়। কাজেই কর্মসূচি আসবে এবং বিগত দিনে যে কর্মসূচি ছিল তার থেকে তীব্র কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, পশ্চিমা দেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা সবাই একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চেয়েছিল। কিন্তু সেই রকম নির্বাচন বাংলাদেশে হয়নি।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি চলমান গনতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে শত শত নেতাকর্মী গ্রেফতার হয়েছে, কারাবরন করেছে। কয়েকশত নেতাকর্মীকে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান করা হয়েছে। ব্যাপক পুলিশী নির্যাতনের মুখেও যারা নিজেদের জীবন বাজি রেখে আন্দোলনে সক্রিয় থেকেছেন তাদেরকে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানান তিনি।
ইন্জিনিয়ার ইশরাক হোসেন তার বক্তব্যে বলেন সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করতে দলীয় আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার ব্যবস্থাকে নগ্নভাবে ব্যবহার করেছে।তবে এদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ তাদের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের একদফা আন্দোলন চলমান আছে।চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মাঠে নির্যাতিত জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্মিলিত আন্দোলনে এ সরকারের পতন অবশ্যই ঘটবে। সেদিন বেশি দুরে নয়। বিজয় আসবেই।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনু’র সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইন্জিনিয়ার ইশরাক হোসন, যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা।
এসময় উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, সদস্য, এড. মকবুল হোসেন, এম এ হান্নান, আকবর হোসেন নান্টু, জোবায়ের এজাজ, ওমর নবী বাবু, নাদিয়া পাঠান, জামসেদুল আলম শ্যামল, খালেদ সাইফুল্লাহ রাজন, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা সহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |