আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩
মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের সহযোগিতায় স্বপ্ন আঁকো ও বিজ্ঞান উৎসবের চিত্রাকংণ ও বিজ্ঞান প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব নূরুল আমিন বলেছেন, আমাদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পরিশ্রম করতে হবে। যেমনটি আমি আমার জীবনে করেছি। ফলে আমি এই পর্যন্ত যা চেয়েছি, তার সবই পেয়েছি। সংস্কৃতির বিকাশ ঘটলেই মনের বিকাশ, মনের বিকাশ ঘটলেই অপরাধ ও অভিযোগ হ্রাস পাবে। আমাদের ছেলে মেয়েদের বিজ্ঞান মনস্ক হতে হবে। নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। তবেই আমাদের মুক্ত মনের বিকাশ ঘটবে।আমি আশাবাদি আমাদের ফরিদগঞ্জ উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনগুলো যেমন প্রতিভা অন্বেষণে কাজ করে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসে।
শনিবার (৯ মার্চ) বিকালে ফরিদগঞ্জ কলাবাগানের ফিরোজা-কলিম মঞ্চে সংগঠনের শিশু সংগঠক সানজিদা নবী আদ্রিতার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিকী ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল। বিজ্ঞান বিষয়ক আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রকৌশলী ইমরান হাবিব রুমন। স্বাগত বক্তব্য রাখেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন, শিশু যুগ্ম সংগঠক জাবেক আলম। ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম পরিচালক নুরুন্নবী নোমান ও সংগঠক শামীম হাসানের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিশু সংগঠক ও ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার সাবেক সংগঠক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম শাহীন, চিত্রকর অভিজিৎ রায় প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজীদের হাতে পুরষ্কার তুলে দেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |