আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩১
কামরুল হাসান বাবলু:-গতকাল বৃহস্পতিবার পাপুল কান্ডে এবার কুয়েতে ২১ দিনের জন্য কুয়েতের শ্রম বিভাগের পরিচালক এবং একজন সাবেক এমপি পদপ্রার্থীকে জেল হাজতে প্রেরণ করেছেন কুয়েত প্রসিকিউশন।তবে তাদের কারো নামেই এখনো প্রকাশ করে নাই কর্তৃপক্ষ ।এই অবস্থায় ব্যাপক তদন্ত করে যাচ্ছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত সংস্থা ।এই দুই তদন্ত কর্মকর্তাদের বিরুদ্দে মানব পাচারে সহযোগিতা এবং ঘুষ গ্রহণের মামলায় তাদেরকে অভিযুক্ত করেছে আদালত ।
এদিকে গতসপ্তাহের শুরুর দিকে পাবলিক প্রসিকিউটর তার বিরুদ্ধে আরোপিত অভিযোগ তদন্তের জন্য জামিন না দিয়ে বাংলাদেশী সাংসদ শহীদ ইসলাম পাপুলকে অতিরিক্ত আরো ২১ দিনের জন্য কারাগারে প্রেরণ করে ।
অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার এমপি শহিদ ইসলাম পাপুলের মদদদাতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের বিচার বিভাগ।
একটি বিশেষ সূত্র জানায় আসামি এবং সাক্ষীদের জবানবন্ধিতে প্রশাসনের উচ্ছ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্ট্যতা পাওয়ায় বেশ গুরুত্ব বহন করেছে।
অন্যদিকে বাংলাদেশের সাংসদ শহিদ ইসলামকে ৬ জুন রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে আটক করে সিআইডি। এরপর রিমান্ড শেষে তাঁকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে গত ১৫ জুন । যদিও একাধিকবার জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন তাঁর আইনজীবী। আগামী ৯ জুলাই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির কথা রয়েছে।
এদিকে কুয়েতের যে দুই এমপির বিরুদ্ধে পাপুলকে বেআইনি কাজে সহযোগিতা এবং অর্থ পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে, তাদের বিচারের মুখোমুখি করতে ’সংসদীয় ইমিউনিটি’ প্রত্যাহার করা হয়েছে।
সালাহ খুরশিদ ও সাদুন হাম্মাদ নামের ওই দুই এমপির বিরুদ্ধে গত ২৭ জুন আনুষ্ঠানিক অভিযোগ এনেছিল পাবলিক প্রসিকিউটরের অফিস। তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পার্লামেন্ট সদস্য হিসেবে যে দায়মুক্তি তারা পান, তা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল সে সময়।
আরবি পত্রিকা আল-কাবাস বৃহস্পতিবার জানিয়েছে, ওই দুই এমপির ’সংসদীয় ইমিউনিটি’ প্রত্যাহার করার আবেদন অনুমোদন করেছে কুয়েতের সংসদীয় বিচার বিষয়ক কমিটি।
এ সিদ্ধান্তের ফলে কুয়েতের পাবলিক প্রসিকিউশন এখন তাদের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারবে।(3-7-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |