আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৪৬
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের আজমপুর কাঁচাবাজার সংলগ্ন সিএনজি পাম্প এলাকায় রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. খসরু চৌধুরী।
শুক্রবার জুম্মার নামাজের পর পরির্দশনে এসে তিনি এ নির্দেশ দেন। ওই সময় ঢাকা-১৮ আসনের সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেন খসরু চৌধুরী এমপি।
এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম মাহবুব আলম, সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শামীমসহ দক্ষিণখান থানা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খসরু চৌধুরী এমপি বলেন, জনগণের কল্যাণ ও তাদের সুখে দুঃখে আমৃত্যু পাশে থাকবো এটিই আমার অঙ্গীকার। কোনও অবহেলা সহ্য করা হবে না।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |