আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২১
মামুন হোসাইনঃ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগের দুর্দিনে রাজপথে নেমে গেলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কাতার আওয়ামী লীগের সহসভাপতি সিআইপি জালাল আহমেদ। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মাহবুব আলম সোহাগ ফরিদগঞ্জ বাজারে নিজ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল যুবক হঠাৎ এসে তার ওপর হামলা করে। তিনি গুরুতর জখম প্রাপ্ত হন, রক্তও বের হয়। পরে স্থানীয়রা তাকে আহতবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মাহবুব আলম সোহাগকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। গঠনার পরপরেই সাবেক ছাত্রলীগের সভাপতিকে দেখতে চাঁদপুর সদর হাসপাতালে ছুটি যান,চিকিৎসা খোঁজ খবর নেন সিআইপি জালাল আহমেদ ।২৬ এপ্রিল শুক্রবার ছাত্রনেতার উপর হামলা কারীদের বিচারের দাবিতে সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক এর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়,সেই মিছিলে বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহদেন যোগদান করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের শাস্তি দাবি করেন।এই সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মরহুম শামছুল হক ভুঁইয়া,র অনুসারী ছিলেন।নির্বাচনের পরে এই সাবেক সাংসদ মৃত্যু বরণ করার পর, আরেক পরাজিত প্রার্থী সিআইপি জালাল আহমেদ তাদের বুকে টেনে নেন, কর্মির ১ মাসের ভালোবাসায় হামলাকারীদের বিচারের দাবিতে রাজপথে নেমে আসলেন সিআইপি জালাল আহমেদ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |