আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৬
প্রখ্যাত মাক্সর্সিষ্ট, তাত্ত্বিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “হায়দার আকবর খান রনো’র মৃত্যু সংবাদে তাঁর পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মাক্সর্বাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন ত্যাগী ও সত্যিকারের একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনীতিবিদ এই মানুষটির পৃথিবী থেকে চিরবিদায়ে রাজনৈতিক অঙ্গনে এক গভীর শুন্যতার সৃষ্টি হলো। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে স্বৈরশাহীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আমৃত্যু এই গুণী রাজনীতিবিদ গণমানুষের মুক্তির পক্ষে নিরন্তর সংগ্রাম করে গেছেন।
বর্তমান এই দুঃসময়ে তাঁর মতো রাজনীতিকের মৃত্যু নিঃসন্দেহে গভীর দুঃখের ও বেদনার। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”প্রেস বিজ্ঞপ্তি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |