আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৯
তিন সন্ত্রাসী গ্রুপের প্রধান হচ্ছেন রুপচান,বাবলুও আলতাব।এই তিনটি সন্ত্রাসী গ্রুপ মূলত অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। পুরো ভাসানটেক,মাটিকাটা,বাউনিয়াবাধও পল্লবী এলাকায় মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র বিক্রি ও ভাড়াটে খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তিনটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ শাখার প্রতিবেদনে তিন গ্রুপের অস্ত্রাধারী সদস্যদের অধিকাংশকেই পলাতক হিসেবে তালিকাভুক্ত করে রাখা হয়েছে।
তবে তারা পুলিশের দৃষ্টির আড়ালে থাকলেও, থেমে নেই তাদের অপরাধের রাজত্ব। তাদের সরবরাহ করা অস্ত্র ও মাদক নিয়মিত শহর থেকে বিচ্ছিন্নভাবে উদ্ধার হলেও, ওই সিন্ডিকেটের হোতারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।
এদের কাছ থেকে রেহাই পাচ্ছেনা এলাকার কোনো মানুষেই । প্রতিনিয়তই এদের দ্বারা ভয়াবহ আক্রান্তের শিকার হচ্ছেন এলাকার মানুষ গুলো ।
সন্ত্রাসীদের কোপের আঘাতে আহতদের কিছু চিত্র
রুপচান গ্রুপ
ডিএমপির বিশেষ শাখার তালিকায়, ভাসানটেক বর্তমানে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে রুপচান গ্রুপ। ওই বাহিনীর প্রধান রুপচান নিজ নামে দলটি গঠন করেছে। তিনি ঢাকা মহানগরীর ভাসানটে এলাকার বাসিন্দা। ২০১৪ সালে প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন। এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় ২৫ থেকে ৩০ টি মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তার দলে সদস্য রয়েছেন ৩০-৫০ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ১০০টি অধিক।
রুপচান গ্রুপের প্রধান সহকারী হিট্লুবাবু। তিনি ভাসানটে এলাকার বাসিন্দা। ২০১০/২০১২ সালে তিনিও রাকিব হুজুর হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন। পরবর্তীতে তার নামে এ পর্যন্ত বিভিন্ন থানায় ১৫-২০ টি মামলা হয়েছে।
এ ছাড়া ওই গ্রুপের সদস্য টগর নামে ১০ টি, সবুজ ৩টি, নাসির নামে ২টি মামলা রয়েছে।
অন্যদিকে ওয়ারেন্ট জারি থাকলেও এরা পলাতক ও ধরা ছোয়ার বাহির এ রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রুপচান গ্রুপের প্রধান,রুপচান বয়স মাত্র ৪০ বছর। ১০ বছর আগে এলাকার কিশোরদের নিয়ে তিনি গ্যাং সৃষ্টি করে মহড়া দিয়ে বেড়াতেন। পরে মাধক ব্যবসার আধিপত্য বিস্তার করতে গিয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ওই এলাকায় মাদক ও পরবর্তীতে অস্ত্র বিক্রি শুরু করেন। ধীরে ধীরে এলাকার জমি ব্যবসায়ী তাকে ভাড়ায় নিয়ে বিভিন্নজনের জমি দখল শুরু করেন।
বর্তমানে ভাসানটেক,মাটিকাটা,মানিকদি ও বাউনিয়াবাদ শীর্ষ মাদক সরবরাহকারীও রুপচান গ্রুপ। সর্বশেষ গত ২৮ রমজান ভাসানটেক এর ইমনকে নৃশংস ভাবে কুপিয়ে মারাতক জখম করেন
বাবলু ও আলতাব গ্রুপ
গ্রুপের পরেই সব থেকে বেশি অস্ত্রধারী সদস্য রয়েছে বাবলু অরফে সুটার বাবলু ও আলতাব গ্রুপে। তাদের দলে বর্তমানে সদস্য সংখ্যা ৯০- ১০০ জন। ওই দলের নেতৃত্ব দেন বাবলু। তার বয়স মাত্র ৩৮ বছর। তিনি ভাসানটেক বস্তি এলাকার বাসিন্দা। মাদক ব্যবসার মাধ্যমে ২০০৮ সালে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হন। বর্তমানে তার নামে মোট মামলা রয়েছে ৪০টি ও অধিক । এর মধ্যে ভাসানটেক থানার একটি অস্ত্র মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আপিলে বের হরে পরে পুনরায় হত্যা মামলায় আসামি হন। বর্তমানে পলাতক রয়েছেন। তাদের দলের সদস্যদের নামে মামলা রয়েছে ১০০টি অধিক।
বাবলু পলাতক থাকায় ওই গ্রুপটির বর্তমান নেতৃত্বে রয়েছেন বুকপোরা সুজন । তিনি ভাসানটেক বস্তি এলাকার বাসিন্দা। তার নামে মোট মামলা রয়েছে ১৫-২০টি।
এ ছাড়া ওই গ্রুপের আল্তাব নামে ২০-২৫টি, মন্নান অরুফে কালা মান্নান নামে ৪-৫টি, সজীব নামে ৩-৫টি নামে মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর জোনাল টিমের উপ পুলিশ কমিশানর মানস কুমার পোদ্দার বলেন, ‘রুপচান,সুটার বাবলু ও আল্তাব গ্রুপের হামলার ঘটনায় ভাসানটেক থানায় মামলা হয়েছে। এ বিষয়ে আমরা ছায়া তদন্ত করছি। আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। খুব তারাতারি আইনের আওতায় নিয়ে আশা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |