আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩২
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও ৫১ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃতদের মধ্যে ১৭ জন চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী রয়েছেন। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বলা হয়, আগামী ২৯শে মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দ হলেন-
রংপুর বিভাগ: দিনাজপুর জেলার খানসামা উপজেলা বিএনপি’র সদস্য এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ (ভাইস চেয়ারম্যান, খানসামা উপজেলা বিএনপি’র সদস্য মসহুদ চৌধুরী (ভাইস চেয়ারম্যান, চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সদস্য মো. মোকাররম হোসেন (চেয়ারম্যান, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সদস্য মো. মোকাররম হোসেন সুজন (চেয়ারম্যান), গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান প্রামাণিক লিপ্টন (চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম জাদু (চেয়ারম্যান), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন সিকদার (চেয়ারম্যান), নাগেশ্বরী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (ভাইস চেয়ারম্যান), নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. আমেনা খাতুন অনন্যা (মহিলা ভাইস চেয়ারম্যান), নাগেশ্বরী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. ফেরদৌসি বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান), পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সুকুমার রায় (চেয়ারম্যান), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মো. সাইদুর রহমান মুন্সি (চেয়ারম্যান)।
রাজশাহী বিভাগ: নওগাঁ জেলার আত্রাই উপজেলা যুবদলের সদস্য একরামুল বারী রঞ্জু (চেয়ারম্যান), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. রোকসানা আক্তার (মহিলা ভাইস চেয়ারম্যান), সিরাজগঞ্জ জেলার শাহজাহানপুর উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট হুমায়ুন কবির (চেয়ারম্যান), চৌহালী উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোসা. মাহফুজা বেগম (চেয়ারম্যান)।
খুলনা বিভাগ: খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ (ভাইস চেয়ারম্যান), খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মনিবুর রহমান (চেয়ারম্যান), খুলনা জেলা বিএনপি’র সদস্য গাজী আব্দুল হাকিম (ভাইস চেয়ারম্যান), ডুমুরিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান (ভাইস চেয়ারম্যান)।
বরিশাল বিভাগ: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদার (চেয়ারম্যান), মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য মোসা. হাসিনা হাবিব (মহিলা ভাইস চেয়ারম্যান), ধুমকি উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (ভাইস চেয়ারম্যান), পটুয়াখালী জেলা আইনজীবী ফোরামের সদস্য মাঈনুল ইসলাম রুবেল (ভাইস চেয়ারম্যান), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম (ভাইস চেয়ারম্যান)।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল জেলার সদর উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক মোসা. উষ্ণা আক্তার (মহিলা ভাইস চেয়ারম্যান), নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম (ভাইস চেয়ারম্যান), মুন্সীগঞ্জ জেলার সিরাজদী খান উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক মো. মুক্তার হোসেন (ভাইস চেয়ারম্যান), সিরাজদী খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মুন্সি (ভাইস চেয়ারম্যান)।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), ফুলবাড়িয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাদশা (চেয়ারম্যান), ফুলবাড়িয়া পৌর বিএনপি’র সদস্য কবির হোসেন (ভাইস চেয়ারম্যান), ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সহ-সভাপতি শেফালী হামিদ (মহিলা ভাইস চেয়ারম্যান), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদ মিয়া (ভাইস চেয়ারম্যান), মদন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য এমএ সোহাগ (ভাইস চেয়ারম্যান), খালিয়াজুড়ি উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি (ভাইস চেয়ারম্যান), খালিয়াজুড়ি উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোসা. মনোয়ারা বেগম (মহিলা ভাইস চেয়ারম্যান)।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা যুবদলের সদস্য ইজাজুল হক রনি (ভাইস চেয়ারম্যান), সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এবং দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র সদস্য আরিফুল ইসলাম জুয়েল (চেয়ারম্যান), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. সেবু আক্তার মনি (মহিলা ভাইস চেয়ারম্যান), হবিগঞ্জ জেলার বিএনপি’র সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন (চেয়ারম্যান), হবিগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান আউয়াল (ভাইস চেয়ারম্যান), শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আফজাল আলী রুস্তম (ভাইস চেয়ারম্যান), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ম সম্পাদক এবং সেন্ট্রাল লন্ডন বিএনপি’র সহ-সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন (চেয়ারম্যান)।
কুমিল্লা বিভাগ: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব সেলিম পারভেজ (ভাইস চেয়ারম্যান), কুমিল্লা দক্ষিণ জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহিরুল হক সরকার মিঠুন (চেয়ারম্যান), ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. অপু গোলাম কিবরিয়া (ভাইস চেয়ারম্যান), ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরামুল ইসলাম (ভাইস চেয়ারম্যান), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মোসা. তাহমিনা হক পপি (মহিলা ভাইস চেয়ারম্যান)।
চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মহিলা দলের সভাপতি মোসা. তাহেরা আক্তার মিলি (মহিলা ভাইস চেয়ারম্যান)।
উল্লেখ্য গত ২৬শে এপ্রিল ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় ৭৩ জনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এরমধ্যে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২১ জন। একই অভিযোগ ২৭ এপ্রিল আরও তিন নেতাকে বহিষ্কার করে দলটি। এরমধ্যে দু’জন চেয়ারম্যান পদে এবং একজন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।পরে ২৯ এপ্রিল চেয়ারম্যান পদে আরও এক নেতা এবং ৩০ এপ্রিল চেয়ারম্যান পদে ৪ নেতাকে বহিষ্কার করে বিএনপি।
দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অংশ নেয়ার ৭৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এর মধ্যে ১২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আর ৬১ নেতা প্রত্যাহার না করায় এরই মধ্যে দল থেকে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলটির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |