আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩৩
কামরুল হাসান বাবলু :- হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ জন হাজী দেশে ফিরেছেন।শুক্রবার ভোর ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের প্রথম ফ্লাইট (বিজি ৩৩২) অবতরণ করে। আর এই ফ্লাইটের মাধ্যমেই শুরু হয় হজ ২০২৪-এর আনুষ্ঠানিক ফিরতি যাত্রা। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।
এই সময় হাজিরা বিমানবন্দরে এসে পৌঁছলে বিমানবন্দরের কর্তৃপক্ষ সহ বিমানবন্দর থানার প্রশাসনের পক্ষ দিকে হাজীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ।ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ জনাব ইয়াসির আরাফাত খান (পিপিএম), পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আলমগীর গাজী এবং উপ পরিদর্শক জনাব সফিকুল ইসলামসহ অত্র থানার কর্মকর্তারা হাজীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ১৪ জুন মিনায় রাত যাপনের মধ্যদিয়ে চলতি বছরের হজ শুরু হয়। গত বুধবার জামারাতে পাথর নিক্ষেপ করার মধ্যদিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।
গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশে যাত্রা করে। ওই ফ্লাইটের মাধ্যমেই হজ ২০২৪-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিলেন হজযাত্রীরা। ৯ মে ২০২৪ ইংথেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।
প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। সর্বমোট ২১৮টি ফ্লাইটে বাংলাদেশ থেকে এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশের জন্য হজের কোটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। এর মধ্যে সরকারি ব্যবস্থায় ১০ হাজার ১৯৮ জন এবং বাকি ১ লাখ ১৭ হাজার জন বেসরকারি খাতের মাধ্যমে যাওয়ার কথা ছিল। তবে কোটা বেশি থাকলেও হজে যেতে নিবন্ধন কম হয়।
চলতি বছর সৌদি আরবসহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট ১৮ লাখ ৩৩ হাজার ১৬৪ জন।এর মধ্যে বিদেশি রয়েছেন ১৬ লাখ ১১ হাজার ৩১০ জন এবং সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানকারী প্রবাসী মিলিয়ে হজে অংশ নিয়েছেন ২ লাখ ২১ হাজার ৮৫৪ জন।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |