আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৩
মামুন হোসাইনঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন, ফরিদগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, সারিনা আলম কনস্ট্রাকশন এর চেয়ারম্যান এন্ড সিইও মোঃ সামছুল আলম সুমন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম ১৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দে তাঁদের যৌত স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সম্মানিত সদস্য, জনাব মোঃ সামছুল আলম সুমন সর্বোচ্চ নীতি নির্ধারনী সংসদ আপনাকে ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করেছেন। তবেশর্ত থাকে যে, গঠনতন্ত্রের কলাম ৭ মোতাবেক সব ধরনের শর্ত আপনাকে মেনে চলতে হবে। তা না হলে গঠনতন্ত্রের কলাম ৭ পরিপন্থি বলে গন্য হবে। উল্লেখ থাকে যে, গঠনতন্ত্রের কলাম ৫ এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আপনাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। গঠনতন্ত্রের কলাম ১ (ভূমিকা) আপনার হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। আরো শর্ত থাকে যে, কলাম ১ হতে ১৬ পর্যন্ত সকল বিধিমালা ধারা মানিয়া বিভাগ ও জেলা সহ সকল কমিটি পরিচালনা করার জন্য পরামর্শ দিতে হবে। সকল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের সব সমস্যা সমাধান এবং মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায্য দাবী আদায়ের জন্য সোচ্ছার থাকতে হবে। সামাজিক উন্নয়নে আপনার সক্রিয় ভূমিকা পালন একান্তভাবে কামনা করছি। আপনাকে প্রতি মাসের ৫ তারিখ এর মধ্যে সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করতে হবে। সংগঠনের পোষ্টার, লিফলেট, ভিজিটিং কার্ডসহ সকল প্রচার পত্রে বঙ্গবন্ধুর ছবিসহ লাল সবুজ রং হতে হবে। মাসের প্রথম শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠন এর সভা অনুষ্ঠিত হবে আপনার উপস্থিতি কামনা করছি। Bangladesh muktijoddha santan sangsad পেইজে লাইক করে ও শেয়ার করে যুক্ত থাকুন। মানব সেবায় এগিয়ে আসুন। আপনি বীর মুক্তিযোদ্ধার সন্তান। আপনার জীবনের সর্বত্র উন্নতি ও মঙ্গল কামনা করছি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |