আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫১
কোরবানির পশু বিক্রি করে বাড়ি ফেরার পথে বাসে তুলে বেপারীদের ৬ লক্ষাধিক টাকা লুটের ঘটনায় ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ফয়সাল আহাম্মেদ রিগান, মোঃ তারেক মিয়া, তানভীর আহম্মেদ অন্তর, মোঃ মিলন, মোঃ জাবেদ ইকবাল ওরফে বাদল, আব্দুল্লাহ আল মামুন, মোঃ রতন মিয়া, মোঃ সেলিম, মোঃ রুবেল মিয়া ও মোঃ সুমন মিয়া।
গতকাল শনিবার (২২ জুন ২০২৪ খ্রি.) রাজধানী ও ময়মনসিংহ জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ২৩ জুন রোববার দুপুরে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) বলেন, গত ১৫ জুন সন্ধ্যায় ভিকটিম মোঃ লোকমান এবং তার সঙ্গে আরো চারজন ঢাকায় কোরবানির পশুর হাটে গরু বিক্রি করে জামালপুর যাওয়ার বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিভিল এভিয়েশন হেডকোয়াটার্সের পূর্ব পাশে একটি নীল-হলুদ রংয়ের বাস জামালপুর যাওয়ার কথা বললে লোকমানসহ সবাই সেই বাসে উঠে। বাসে উঠার পর হেলপার বাসের গেইট বন্ধ করে দেয়। বাস কিছুদূর যাওয়ার পর হেলপার ভাড়া চাইলে লোকমান বলে জামালপুর যাবো, পরে ভাড়া দেই। এই কথা বলার সাথে সাথেই বাসের হেলপার লোকমানের শার্টের কলার ধরে। অন্য যাত্রীরা তাকে লাথি ও ঘুষি মেরে গলায় গামছা পেঁচিয়ে চাকুর ভয় দেখিয়ে গরু বিক্রির ৬ লক্ষ ৮ শত টাকা ও পাঁচটি মোবাইল কেড়ে নেয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পরে ডাকাত দল লোকমানের সঙ্গীদের কিল-ঘুষি ও লাথি মেরে খিলক্ষেত থানার বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে নামিয়ে দেয়। আর লোকমানের গলায় গামছা ও চোখ বেঁধে অন্যত্র নামিয়ে দেয়। এ ঘটনায় লোকমান ডিএমপির বিমানবন্দর থানায় মামলা রুজু করেন।
তিনি আরো বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তর হলে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সাল, তারেক, তানভীর, রতন, রুবেল ও সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৫ লক্ষ ৫০ হাজার টাকা, ১৩টি মোবাইল ফোন, দুইটি চাকু, প্লাস্টিকের রশি এবং ডাকাতির কাজে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঐদিন রাতেই ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরপাড়া মোড়ে অভিযান চালিয়ে মিলন, জাবেদ ইকবাল, আব্দুল্লাহ আল মামুন ও সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১ লক্ষ ৬৪ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথামক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, সম্প্রতি এই ডাকাত দল রাজধানীতে ১০-১২টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে মর্মে স্বীকার করেছে। বিমানবন্দর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ডিএমপি
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |