আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
‘দৈনিক যায়যায়দিন’ ইউটিউব চ্যানেল ‘সিলভার প্লে’ বাটন অর্জন করেছে। এটি হলো যায়যায়দিনের অফিসিয়ালি প্রথম সিলভার প্লে বাটন।
দিনটি স্মরণীয় করে রাখতে যায়যায়দিন অফিসে সোমবার (১লা জুলাই) বিকালে দৈনিক যায়যায়দিন মাল্টিমিডিয়া পরিবারের সাবেক ও বর্তমানদের নিয়ে ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করে।
দৈনিক যায়যায়দিনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল হক সিলভার প্লে বাটন আনবক্সিং করেন। এ সময় তিনি কেক কাটেন এবং কর্মীদের উদ্দেশে আরও দর্শক ও পাঠকপ্রিয়তা অর্জনের জন্য কাজ করার দিক-নির্দেশনা দেন ।
আনবক্সিং এর সময় উপস্থিত ছিলেন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ ও মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম সহ মাল্টিমিডিয়া বিভাগের সাবেক ও বর্তমান সহকর্মী শুভাকাঙ্খীরা।
এ বিষয়ে প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, দর্শক আমাদের যে ভালোবাসায় সিক্ত করেছে তা ধরে রেখে আগামীতে সেভাবে কাজ করে যেতে হবে।
প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা রইছ উদ্দিন আহমেদ বলেন, যায়যায়দিন মাল্টিমিডিয়ার সংবাদকর্মীদের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসায় আজকে ইউটিউবের পক্ষ থেকে আমাদের এই অর্জন। সামনের দিনগুলো আরও অনেক ভালো করবে।
উল্লেখ্য, ‘দৈনিক যায়যায়দিন’ বর্তমান ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ১ লাখ ৩৩ হাজার। এছাড়া দৈনিক যায়যায়দিনের ‘ডিজিটাল যায়যায়দিন’ নামে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে। যার সাবস্ক্রাইবার সংখ্যা ৩৬ হাজার।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |