আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২২
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালের দেয়া প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে গণপদযাত্রা করেছে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কাঁটাবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে ১ ঘণ্টা সড়ক অবরোধের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সহস্র্র শিক্ষার্থী অংশ নেন। শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের অবরোধে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘১৮ এর পরিপত্র পুনর্বহাল করতে হবে’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ স্লোগান দেন।
পদযাত্রা কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিকাল চারটার দিকে শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নেন। এ সময় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নয়। তাদের জন্য কোটা কোনোভাবেই যৌক্তিক নয়। আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই।অবিলম্বে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করতে হবে। অন্যথায় আমাদের আন্দোলন চলবে। তিনি বলেন, আগামীকাল (আজ) দুপুর আড়াইটায় আমরা আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেবো এবং রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করবো।
বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শারজিস ইসলাম বলেন, আমাদের চারটি দাবি রয়েছে। প্রথম দাবি, ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করেছিল সরকার। সমপ্রতি হাইকোর্ট তা বাতিল করেছেন, আমাদের সেটি পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি একটি কমিশন গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রাখতে পারবে। তৃতীয় দাবি- যারা কোটার ভিত্তিতে নিয়োগ পাবেন, তারা শুধু জীবনে একবারই এই সুযোগ ব্যবহার করতে পারবে। আমাদের সর্বশেষ দাবি হচ্ছে, কোটার ভিত্তিতে নিয়োগের পর যেসব আসন শূন্য থাকবে, সেগুলোতে মেধা তালিকা থেকে নিয়ে পূরণ করতে হবে। বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীরা মিছিলসহকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাসভবন অভিমুখে রওনা হন। সেখানে অবস্থান নিয়ে তারা আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খোলা রাখার দাবি তোলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |