আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৯
বিডি দিনকাল ডেস্ক : পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলি বড় মেয়ের বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
শনিবার, জুলাই ৬, ২০২৪, মরহুম বিএনপি নেতার বড় মেয়ে নাইমার বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের’ নিহত হয় অলি।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয়, সাতলীরা জেলা যুবদলের সদস্যসচিব মুকুল, আমরা বিএনপি পরিবারের সদস্য ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, মো. শাহাদত হোসেনসহ স্থানীয় বিএনপি, মহিলা দলের নেতারা।
জানা গেছে, ইতিমধ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার-সেলের মাধ্যমে ঘর নির্মাণসহ মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের কাজ শুরু হয়েছে। ২০১৭ সালেও তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের পরিকল্পনায় ফেনীতে একজনের বিয়ের ব্যবস্থা করা হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |