আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৩
যুক্তরাজ্যের নব গঠিত লেবার সরকারের মন্ত্রীপরিষদে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ এমপি রুশনারা আলী। তাঁকে হাউজিং, কমিউনিটিজ এন্ড লোকাল গভর্নমেন্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সদ্য সম্পন্ন হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের বেথনাল গ্রীন এন্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে পঞ্চমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন রুশনারা আলী।
লেবার সরকার গঠন করার পরপরই জল্পনা কল্পনা ছিল স্টারমারের মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বৃটিশ বাংলাদেশি কেউ একজন। কিন্তু প্রথম কেবিনেট মন্ত্রীদের তালিকায় কেউ স্থান পাননি , সর্বশেষ বৃটিশ মন্ত্রী পরিষদে ইতিহাসের প্রথম মন্ত্রী হলেন বৃটিশ বাংলাদেশি দুই এমপি । টোরি সরকারের আমলে রুশনারা আলী যুক্তরাজ্যে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে যুক্তরাজ্যের নব গঠিত লেবার সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিকও । তাকে যুক্তরাজ্যের নগরমন্ত্রী বা ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার এখবর দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সদ্য সম্পন্ন হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে চতুর্থবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |