আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫৩
কামরুল হাসান বাবলু :- রোববার বিকালে বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে ১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির চেয়ারপারসন এর কার্যালয়ে বৈঠক হয়। এই বৈঠকে বিএনপি’র পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন। এসব বৈঠকে যুগপৎ দল ও জোটের নেতারা কর্মসূচির বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন। সেগুলো বিএনপি’র নেতারা নোট করেন।
আরও দলকে যুগপৎ আন্দোলনে নেয়ার পরামর্শ: রোববার ১২ দলীয় জোটের বৈঠকে জামায়াত এবং ইসলামী দলসহ সরকারবিরোধী আরও কয়েকটি রাজনৈতিক দলগুলোকে যুগপৎ আন্দোলনে নেয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন শরিক দলের নেতারা। পাশাপাশি তারা রোডমার্চ, লংমার্চ, সমাবেশ এবং অবরোধসহ বেশকিছু কর্মসূচিরও পরামর্শ দেন। তবে কর্মসূচি এখনো ঠিক হয়নি। যুগপৎ দল ও জোটের সঙ্গে বৈঠক শেষে আবারো তাদের শীর্ষ নেতাদের সঙ্গে বসে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এখনো কোনো কর্মসূচি নির্ধারণ করা হয়নি। এখন মতামত নেয়া হচ্ছে। সব মতামত নেয়ার পরে কর্মসূচি গ্রহণ করা হবে। তবে খুব শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, কি করলে দেশের মানুষের সংকট সমাধানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি, সেটা নিয়ে আমরা বৈঠকে আলোচনা ও কথা বলেছি। এরমধ্যে বেশকিছু প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন নেতৃবৃন্দরা। সেগুলো আমরা নোট করেছি। এসব প্রস্তাব নিয়ে আবারো জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বসে এটা চূড়ান্ত করবো। তার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের (সাংবাদিক) জানাবো।
ওদিকে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি’র লিয়াজোঁ কমিটি। গত ১১ই জুলাই গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম, ১২ই জুলাই এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট বাংলাদেশ লেবার পার্টি এবং ১৩ই জুলাই গণ-অধিকার পরিষদের (নুর) সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপি নেতারা।
গত শনিবার বিএনপি’র বৈঠকে কর্মসূচির বিষয়ে যেসব প্রস্তাব নেতারা দিয়েছেন, যুগপৎ আন্দোলনের দল ও জোটের নেতারাও ঠিক একই প্রস্তাব দেন বলে জানা গেছে। এসব প্রস্তাব ও পরামর্শ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এরই ধারাবাহিকতায় সোমবার বিকালে গণ-অধিকার পরিষদ (কর্নেল মশিউজ্জামান) ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |