আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩৬
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারকে উত্তরের সমন্বয়ক এবং আক্তার হোসেনকে সহ-সমন্বয়ক করা হয়েছে। একই সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার উত্তরের সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপির কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়া উদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।BNP PRESS RELEASE-03 AUGUST 2024
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |