- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্যেকু বিনষ্ট ও ৫০হাজার টাকা জরিমানা
সখিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্যেকু বিনষ্ট ও ৫০হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২০ ১:১৯ অপরাহ্ণ
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :-টাঙ্গাইলের সখিপুরে শনিবার বিকালে বহেড়াতৈল ইউনিয়নের ডাবাইল এলাকায় অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভ্যেকু বিনষ্ট করা হয় এবং ওই এলাকার কামাল মিয়া নামে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামীম তাবাসসুম প্রভা।তিনি বলেন,বালুমহল ও ভূমি ব্যবস্থাপনা আইনে মাটি কাটার অপরাধে ভ্যেকু বিনষ্ট করা হয়েছে এবং ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us:
20 20