আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:১১
সকাল থেকে সচিবালয় অবরুদ্ধ করে দাবি আদায়ের আন্দোলন করছেন আনসার সদস্যরা। রাতেও অবরোধ প্রত্যাহার না করায় সচিবালয়ে কয়েকজন উপদেষ্টাসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে আছেন। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। তারা সচিবালয়ের দিকে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রাত পৌনে নয়টা থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করেন। প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠিসোঁটাসহ সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন। জড়ো হওয়া শিক্ষার্থীরা ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘দালালির ঠিকানা, এই বাংলায় হবে না’সহ নানা স্লোগান দিচ্ছেন।
এদিকে ছাত্ররা সচিবালয় অভিমুখে রওনা দিলে আনসাররা ছাত্রদের প্রতি ইট পাটকেল ছুঁড়তে থাকে । এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যপক সংঘর্ষ শুরু হোয়ে যায়। এই প্রতিবেদন লেখা অবস্থায় সংঘর্ষ চলছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |