আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৯
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আট মন্ত্রী ও ভেঙে দেয়া দ্বাদশ সংসদের ছয় সদস্যে জাহিদ মালেক, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাধন চন্দ্র মজুমদার, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কামাল আহমেদ মজুমদার, শাহজাহান খান ও কামরুল ইসলাম। এই আটজনের মধ্যে দীপু মনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাকিরা প্রকাশ্যে আসেননি।
যে সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এসেছে তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সালিম উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জিয়াউর রহমান, ময়মনসিংহ-১১ আসনের কাজীম উদ্দিন আহমেদ, মাদারীপুর-১ আসনের নুর-ই-আলম চৌধুরী লিটন, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরণ এবং খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনে গতকাল মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য নিশ্চিত করে বলেছেন, দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এই মন্ত্রী-এমপিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়, সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সাবেক মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্র জানতে পেরেছে দুদক, এজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |