আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩০
বিডি দিনকাল ডেস্কঃ- ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা আহত হয়েছিলেন তাদের খোঁজখবর নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ ড. ইউনূসকে জানায়, হাসপাতালটিতে আন্দোলনে গুরুতর আহত বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আইসিইউতে চিকিৎসাধীনদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর অবস্থা তিনি দেখেছেন। চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে বর্তমানে তাদের অবস্থার উন্নতি হচ্ছে বলেও ড. ইউনূসকে জানান তিনি।
প্রধান উপদেষ্টার হাসপাতাল পরিদর্শনকালে অন্যদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ ঊর্ধ্বতন চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |