আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
বিডি দিনকাল ডেস্ক ঃ- রাজধানীর কাওরান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্র-জনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন তারা।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানির কাওরান বাজারে এ ঘটনা ঘটে।
জালালের আটক এর বিষয়ে উত্তর শ্রমিকদলের নেতৃবৃন্দদের কাছ থেকে কোণ পতিক্রিয়া পাওয়া যায় নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য আসেন জালাল আহমেদের নেতৃত্বে শতাধিক চাঁদাবাজ।
ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন। পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ঘটনায় তেজগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয় বলে জানান ব্যবসায়ীরা।
ভুক্তভোগী ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন, এখানে ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে বলছেন শ্রমিক দলের লোকেরা। পরে আমরা ছাত্রদের খবর দিলে তারা এসে আমাদের রক্ষা করে।
অভিযুক্ত জালাল আহমেদ বলেন, তিনি বাজারে সংঘর্ষ হচ্ছে দেখে মিমাংসা করতে এসেছিলেন। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তার নেতৃত্বে ব্যবসায়ীদের ওপর চাঁদার দাবিতে হামলা করা হয়েছে।
অন্যদিক কাওরানবাজারে চাঁদাবাজি নতুন নয় । যে যখন সুযোগ পায় তখনি গ্রুপ ভিত্তিক চাঁদাবাজি করে । বিগত সরকারে সময়ে চাঁদাবাজি সরবচ্ছ পর্যায়ে চলে। যার ভাগিদার প্রশাসন ও পেত। এখন সময় এসেছে বাজারের চাঁদাবাজির লাগাম টেনে ধরার এমনটা বলছেন অভিজ্ঞ মহল।
এদিকে উত্তরবিএনপির আহ্বায়ক সায়ফুল আলম নীরব বলেছেন , কোণও চাঁদাবাজি বরদাশত করা হবেনা। চাঁদাবাজ যেই হউক তাকে আইনের হাতে তুলে দিতে সকলের প্রতি আহবান জানান । এক কথায় তিনি বলেন , চাঁদাবাজ সন্ত্রাসিদের কোণ দল নাই । এই বিষয়ে তিনি বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে বলে জানান । জনগন এবং ব্যবসায়ীদের পাশে থাকতে হবে সকল নেতাকর্মীদের পরামর্শ দেন সাইফুল আলম নীরব ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |