আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫৪
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :
মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রনে কঠোর পদক্ষেপ নেয়ার পরও দ্বীতিয় দফা সংক্রমণে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। সোমবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ১হাজার ৮’শ ৮৪ জন আক্রান্ত হয়েছে। এর আগে একদিকে এতো বেশি সংক্রমিত হয়নি। নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রনালয়ের ডিজি ডক্টর নুর হিশামউদ্দিন।
আক্রান্তদের মধ্যে দুই জন বাইরে থেকে এসেছে বাকিরা মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে সংক্রমিত হয়েছে। সাম্প্রতিক সময়ে সাবাহ’তে সবচেয়ে বেশি সংক্রমিত হলেও আজ সবচেয়ে বেশি ১ হাজার ২’শ ০৩ জন সংক্রমিত হয়েছে সেলাঙ্গড় রাজ্যে । এছাড়া সাবাহ রাজ্যে ২৮৯, কুয়ালালামপুরে ১৯৬, পেরাকে ৮১ জনসহ বেশ কয়েকটি রাজ্যে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রনালয় সূত্র বলছে আজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এ নিয়ে মোট মারা গেছেন ৩৩৭ জন। এখনও হাসপাতালের আইসিইউ’তে আছেন ১১৫ জন যার মধ্যে ৪৮ জন’কে ভেন্টিলেশন দেয়া হয়েছে।
এদিকে স্বস্তির খবর হচ্ছে আজ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮’শ৮৩ জন। তবে এখনও করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ হাজার ৮’শ ৪২ জন।
উল্লেখ্য করোনা নিয়ন্ত্রনে গেলো মার্চ থেকে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার নামে নিয়ন্ত্রিত জীবনযাপনের নিয়ম চালু করে মালয়েশিয়া সরকার। সীমান্ত বন্ধ রাখার পাশাপাশি, বাইরে অপ্রয়োজনে ঘোরাফেরা না করা, বেশি মানুষ একত্রিত না হওয়া, বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করা এরকম বেশকিছু নিয়ম চালু রেখে এখনও চলছে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বা আরএমসিও। প্রথম দফা করোনা সংক্রমন বেশ ভালোভাবে নিয়ন্ত্রন করতে সামর্থ্য হয় মালয়েশিয়া সরকার তবে দ্বীতিয় দফায় বেশ হিমশিম খাচ্ছে দেশটি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |