আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৬
বিডি দিনকাল ডেস্ক : উত্তরার কামারপাড়া বস্তি এলাকা থেকে মাদক কারবারিসহ অসাধু চক্রকে গ্রেফতার করেছে আর্মি ও পুলিশের একটি যৌথ দল ।স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় ।
আজ ২৩ সেপ্টেম্বর মধ্য রাতে আনুমানিক ০১৩০ ঘটিকায় স্থানীয় জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্প হতে বিএ-৯৩৩৭ মেজর খন্দকার জাহিদুল হক এর নেতৃত্বে সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার পুলিশের একটি যৌথ দল উত্তরার কামারপাড়া ১৯ নং রোডের বস্তি এলাকায় অভিযান চালায়। অভিযান শেষে প্রায় দেড় কেজি পরিমাণ গাজা, ইয়াবা বিক্রির দ্রব্যসামগ্রী, জাল টাকা, ক্রেডিট কার্ড সহ বেশ কিছু অবৈধ সরঞ্জামাদি জব্দ করে। অভিযানে দুইজন নারী ডিলারসহ মোট ৭ জন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
স্থানীয় জনসাধারণের অভিযোগ রয়েছে যে এরা IUBT সহ এলাকার সাধারণ ছাত্রদের গাজাসহ মাদক সেবনে প্ররোচিত করতো এবং ট্রাক ড্রাইভার ও অটো চালকরা প্রতিদিন রাতেই এখানে গাজার আসর জমাতো।
উক্ত অভিযান শেষে উত্তর পশ্চিম থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। এছাড়াও সেনাবাহিনী প্রতিণিধি কর্তৃক এই মাদক ব্যবসায়ীদের সাথে সংশ্লিষ্ট মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
একটি সূত্র বলছে , এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।কোনো এলাকায় কোনো সন্ত্রাসী , চাঁদাবাজ এর তথ্য থাকলে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীকে অবহিত করলেই দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |