আজ শুক্রবার | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪৪
মামুন হোসাইনঃ ফরিদগঞ্জ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরামের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ১’লা অক্টোবর (মঙ্গলবার) ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জলবদ্ধতার পরবর্তী কর্মসূচী হিসেবে দীনব্যাপি মেডিকেল ক্যাম্পিং এ সাধারন মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে সুনামধন্য ডাক্তারগণের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় চার শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করেন। লেখক ফোরামের আয়োজিত মেডিকেল ক্যাম্পিং পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জুয়েল। এসময় তিনি বলেন আমরা সাধারন মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি আমাদের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এগিয়ে এসেছে ফরিদগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন ফরিদগঞ্জ লেখক ফোরাম এজন্য আমি লেখক ফোরামের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করি তাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এবিষয়ে ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফরিদগঞ্জ লেখক ফোরামের উদ্যোগে জলাবদ্ধতা পরবর্তী কর্মসূচি হিসেবে ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নসহ আশে পাশে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জন্য ফ্রি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এতে প্রায় দিনব্যাপি ৪ শতাধিক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহন করেছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |