আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১১
আল-আমিন নয়ন, অভিবাসী কর্মী:- লেবাননে বৈশ্বিক মহামারি করোনার কারনে প্রায় লক্ষ প্রবাসীর জীবন চরম দুর্ভোগে কাটচ্ছে। দেশটিতে গত বছরের অক্টোবর থেকে অর্থনৈতিক সংকট চলছে এবং ধীরে ধীরে এই সংকট বৃদ্ধি পাচ্ছে। তার সাথে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এবং বিস্ফোরণ লেবাননের অবস্থা উন্নয়নের কোন সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে গত ১৩ মাসে রাজনৈতিক অস্থিরতার মধ্যে চার জন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে। তার মাঝে আবার মহামারি করোনা ভাইরাস এখন অতিরিক্ত হাড়ে বৃদ্ধি পাচ্ছে । গত ১৯ সালের অক্টোবর থেকে যেখানে ১ ডলার ছিলো ১৫০০লিরা (লেবানিজ) বর্তমানে ১ ডলার ক্রয় করতে হচ্ছে ৮৫০০লিরা (লেবানিজ) দিয়ে। যা একজন বাংলাদেশী প্রবাসীর মাসিক বেতন বাংলাদেশী টাকায় ৪-৬ হাজার হয়। এমন বেতনে খাবারের খরচও ঠিক মত হচ্ছে না। তারপর বাসা ভাড়া ও মোবাইল খরচ তো আছেই। সেদেশের গত বছর অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিয়ে ছিলো যা তুলনামূলক ভাবে খুব কম প্রবাসী নাম নিবন্ধন করতে পেরেছে। করোনা পরিস্থিতিতে দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে গেছে প্রায় ৬ হাজার ৮৭৯ জন, এদের মধ্যে নারী ৩ হাজার ৩৩৩ ও পুরুষ ৪ হাজার ৫৩৬ জন। বর্তমানে হাজার হাজার প্রবাসী দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছে এবং অনেক অসুস্থ প্রবাসী আছে যারা খুব অসুস্থ অবস্থায় দেশে ফিরে আসতে ছটফট করছে।দেশে যাওয়ার টেনশন, দ্রব্যমূল্যের দাম চার থেকে পাঁচ গুণ বেড়ে যাওয়ার কারনে ঠিক মত খাবার খাইতে পারছে না, কাজ না থাকায় এবং ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়েছে বলে রোগে আক্রান্ত বেশি হচ্ছে । অন্যদিকে নারী প্রবাসীরা পার্টটাইম বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে তারা খাবার খরচ এবং বাসা ভাড়া দিয়ে অল্প কিছু অবশিষ্ট যা থাকে। এগুলো ডলারের অভাবে দেশে পাঠাতে পারছে না। লেবাননে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাংলাদেশ সরকার ও দূতাবাসের নিকট জোড়ালো দাবি জানিয়েছেন যেন তাদেরকে লেবানন থেকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়া হয়। চলতি বছরের মার্চ পর্যন্ত ১লক্ষ ৬৭ হাজার ৫৬৫ প্রবাসী কর্মী লেবানন গমন করেছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |