আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৮
বিশেষ প্রতিনিধি , কুয়েত : মানবদালাল গ্যাঙ প্রধান ,অর্থ ও ভিসা জালিয়াতির হোতা নরসিংদীর কুখ্যাত বদু ফিরোজসহ ৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে কুয়েত সিআইডি ।
কুয়েত সিটির সার্ক ভবানী টাওয়ারের অফিস থেকে তাদেরকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার ৫ অক্টবর সন্ধ্যায় । মানবপাচার ,এবং ভিসা জালিয়াতির কারণে তাদেরকে গ্রেফতার করে কুয়েত সিআইডি ।বর্তমানে তারা কুয়েত সিআইডির ডিটেনশন সেলে আটক রয়েছে । বদুর অন্নান্ন সহযোগীদের ধরতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে কুয়েত সিআইডি ।বদুর গ্রেফতারের খবরে অনেকেই এখন আত্মগোপনে রয়েছে ।
গ্রেফতার কৃত ব্যক্তিরা হলো কুয়েত প্রবাসী নরসিংদীর বদু ফিরোজ ,এক সময়ে ঢাকায় গ্রেফতার হওয়া নোয়াখালীর মাহবুব , বদু ফিরোজের ভাই কামরুল ,তার অফিস স্টাফ মিসরী বংশোদ্ভূত প্রবাসী মাহমুদ এবং বদুর অফিস বয় এক বাংলাদেশি ও একজন ভাগিনা ইশাক। বর্তমানে তারা সিআইডির হেফাজতে রয়েছে ।
এই বদু ফিরোজের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল অনেক আগে থেকেই । কুয়েতে আটক সাবেক এমপি শহীদ ইসলাম পাপুল এর অন্যতম সহযোগী ছিল বদু । এরা বিভিন্ন কোম্পানিতে গিয়ে ভিসার দাম বিড়িয়ে দিতো । ভিসা সিন্ডিগেটের অন্নতম কারিগর ছিল এই বদু ফিরোজ । বিগত আওয়ামী সরকারের অনেক মন্ত্রী ,এমপি এবং অনেক নেতাদের ম্যানেজ করেই বাংলাদেশে সে ভিসার কাজকর্ম করতো । ঢাকার পল্টনে তার কয়েকটি ট্রাভেলস রয়েছে ।
অভিযোগ রয়েছে তার থেকে ভিসা নিয়ে অনেক বাংলাদেশী সর্বশান্ত হয়েছে । দূতাবাসের এক শ্রেণীর অসাদু কর্মচারীদের ছত্র ছায়ায় বদু ফিরোজ ভিসার রাজত্বও করেছে কুয়েত।
নাম না প্রকাশ শর্তে অনেক প্রবাসী বাংলাদেশীরা অভিযোগ করে বলেছেন , দূতাবাসের এক শ্রেণীর অসাদু কর্মচারীদের সহযোগিতা না পেলে বহু আগে সে গ্রেফতার হত । বর্তমান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত এবং কাউন্সিলর যদি সঠিক তদন্ত করে অবশ্যই বদুর অনৈতিক কর্মকান্ডের প্রমান পাবে । কারা কারা বদুর সহযোগী তাদেরকে কুয়েতের প্রশাসনের মাধ্যমে ধরিয়ে দিয়ে কঠিন শাস্তির মুখোমুখি করা সহজ হবে ।
অন্যদিকে বদুর সাথে আটক মাহবুব ভিসা জালিয়াতি ,মানবপাচারের কারণে ঢাকায় একবার গ্রেফতার হয়ে জেল খেটেছে । পরে জামিন নিয়ে কুয়েতে চলে আসে এই মানব দালাল বদু ফিরোজের মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছে নাম না প্রকাশে অনেক প্রবাসী বাংলাদেশী ।
বিগত আওয়ামী সরকারের সাবেক একজন রাষ্ট্রদূত ,একজন সাবেক কাউন্সিলর এর প্রত্যাক্ষ মদদে ভিষা রাজ্য ধরে রাখতে কমিউনিটির নেতাও তিনি নিজেকে ঘোষণা দিয়েছেন । দূতাবাসের রাষ্ট্রদূত এর আমন্ত্রণে প্রায় সকল ধরণের অনুষ্ঠানে প্রথম সারিতে অনায়াসে জায়গা পেতো এই ভিসার দালাল বদু ফিরোজ । বদু ফিরোজের বেশ কয়েকজন সহকর্মী রয়েছে বাংলাদেশী কমিউনিটিতে । যাদের কয়েকজন হুন্ডি ব্যবসা ,সুদী ব্যবসার সাথে জড়িত । এদেরকে নিয়ে বদু পিরোজ একটি সিন্ডিকেট তৈরী করে ।এদেরকেও আয়ের আওতায় আনতে বর্তমান রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহোযোগিতা চেয়েছেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা । বদুর গ্রেফতারে প্রবাসীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে । । বদু ফিরোজ সহ জাহাঙ্গীর পাটোয়ারী, মুকাই আলী এরা বিজনেস ফোরাম ,বাংলাদেশ কমিউনিটির নাম দিয়ে সাবেক দুইজন রাষ্ট্রদূতদের সার্বিক সহযোগিতায় আওয়ামীলীগকে সর্বাত্মক সহযোগিতা করেছে এমন গুরুতর অনেক অভিযোগ রিয়েছে বাংলাদেশী প্রবাসীদের পক্ষ থেকে ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |