আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩২
pnbd24:-কুয়েতের পার্লামেন্টে মানব ও অর্থ পাচারে সংশ্লিষ্টতার অভিযোগে গণমাধ্যমে নাম প্রকাশিত দুইজন সাংসদ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার কর জবানবন্দি দিয়েছেন। গতকাল দুই সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দেশটির পাবলিক প্রসিকিউশন বিভাগ। তখন দুই সাংসদ তাদের জবানবন্দিতে, মানব ও অর্থ পাচারে উভয়ের যোগসূত্র থাকার সংবাদ ও আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন।
চলতি সপ্তাহে গণমাধ্যমে পাপলুর আটক জিজ্ঞাসাবাদ নিয়ে ব্যাপক তোলপাড় হলেও ঘটনার সাথে কুয়েতের সরকারী কর্মকর্তা এবং সংস্থাগুলির যোগসাজশ থাকার খবর নতুনভাবে আলোচনায় আসে। এমনকি এই খবর প্রকাশের পর কেলেঙ্কারিতে জড়িত সাংসদদের নাম প্রকাশের দাবী ওঠে দেশটির পার্লামেন্টে। এবং অনেকটা সময় নষ্ট না করে দ্রুত সোশ্যাল মিডিয়া রিপোর্টসহ বিভিন্ন গণমাধ্যমে দুই সংসদ সদস্যের নাম প্রকাশ করে কুয়েতের সংশ্লিষ্ট বিভাগ।
এরপরে গতকাল দুই সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তারা জবানবন্দিতে ঘটনার সত্যতা অস্বীকার করেন। একজন সাংসদ জবানবন্দিতে এই ঘটনাকে আগামী নির্বাচনে তাকে হেয় করার পরিকল্পিত ষরযন্ত্র হিসাবে উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, মূলত ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রথমে ক্র্যাক ডাউন করেছিলেন তিনি। এটি অনেকে মেনে নিতে পারেনি। এছাড়া নির্বাচনের আগে এবং জাতীয় পরিষদে গ্রিলিং বিতর্কের প্রাক্কালে এ জাতীয় সমস্যাগুলো সাধারণত সাংসদ হিসাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার পায়তারা ষরযন্ত্র মাত্র।
অপর সাংসদ জবানবন্দিতে জানিয়েছেন, মানব পাচার কেলেঙ্কারিতে তাঁর সংশ্লিষ্টতা নেই। এ ধরনের মিথ্যে অভিযোগ যারা ছড়াচ্ছে, সোস্যাাল মিডিয়ায় যারা অপপ্রচারে যুক্ত তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি।
প্রসঙ্গত, এরই মধ্যে কুয়েতের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে পাপলু’র কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সাংসদদের নাম প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, পাপুল উচ্চহারে ভিসা বিক্রি থেকে শুরু করে মানব ও অর্থ পাচারের বিশাল নেটওয়ার্ক পরিচালনা করতো। এরই সূত্র ধরে কুয়েতের প্রায় এক’শ প্রভাবশালী পদস্থ ব্যক্তিকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছে সে। এমনকি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে কয়েক লক্ষ দিনার ঘুষও দিয়েছে।(16-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |