আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৯
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় প্রায় অর্ধডজন হত্যা মামলার আসামী সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিদষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগনে আলোচিত জাকির হোসেন ওরফে মামা জাকিরকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে সাভার মডেল থানার উিউটি অফিসার (এসআই) আব্দুর রহিম রাজু তাকে গ্রেফতারের খবর নিশ্চিত করেন। জাকিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় প্রায় অর্ধডজন হত্যা মামলা রয়েছে।
তিনি আরো জানান, রাতে জাকিরকে ঢাকা থেকে সাভারে নিয়ে আসা হয়েছে। এর আগে ঢাকা মহানগর ডিবি মামা জাকিরকে শনিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে। মামা জাকির আশুলিয়া ইউনিয়নের জিরাব ফুলতলা এলাকার আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, সাভারে একক সাম্রাজ্য ধরে রাখতে বিভিন্ন পর্যায়ে লাঠিয়াল বাহিনী গঠন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাজিব। সাভারের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বলতেন রাজিবের আঙ্গুলের ইশারা ছাড়া সাভারের একটি পাতাও নড়াছড়া করতো না। আর এ সব কিছুর দায়িত্বে ছিলেন রাজিবের কথিত ভাগনে জাকির হোসেন ওরফে মামা জাকির। এমনকি জাকিরই মূলত রাজিবের সব ব্যবসাপ্রতিষ্ঠান দেখভাল করতেন। এছাড়াও সাভার এলাকায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়তে চাইলে মামা জাকিরের মধ্যস্থতায় অনুমতি দিতেন রাজিব। অবৈধ সবকিছুই থাকত জাকিরের হেফাজতে। সাভারে জাতীয় মামা হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই জাকির। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাকির আত্মগোপনে ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মঞ্জুরুল আলম রাজিব, তার স্ত্রী ও ছেলে এখনো পলাতক রয়েছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |