আজ শুক্রবার | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৯
কামরুল হাসান বাবলু : রবিবার (২০ অক্টোবর ২০২৪ খ্রি.) বিকালে রাজধানীর বংশাল থানার রাইসা বাজার এলাকা হতে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আসামি আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে রাজধানীর বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আশকোনা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাত্তার ডিলার (৫৫) ও দক্ষিণখান আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুজন ডিলার (৪৬)।এর মধ্যে সাত্তার ডিলার ৭২ নং ও সুজন ডিলার ৭৩ নং এজাহার ভুক্ত আসামি ।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় আনিত মামলা নম্বর হলো ০৪-০৫/১০/২০২৪ ইং । এই মামলায় ১৫৯ জন এজাহারনামীয় আসামি রয়েছে । সেই সাথে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন সোহো ১৪ দলীয় জোটের আরো অজ্ঞাতনামা আসামি রয়েছে এক হাজার ।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সাত্তার ডিলার ও সুজন ডিলার বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলাকারী এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট ২০২৪ সকাল ১১:৩০ টায় বিমানবন্দর থানার উত্তরা ১ নং সেক্টরের ফখরুদ্দিন বিরানী হাউজের সামনের রাস্তায় সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। সেই আন্দোলনে ভিকটিম ছাত্র এনামুল হক মিহন যোগ দেন। আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরীহ ছাত্র জনতার উপর লাঠি চার্জ ও এলোপাথারী গুলিবর্ষন করলে শান্তিপূর্ণ মিছিলে থাকা ভিকটিম ছাত্র এনামুল হক মিহন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত এনামুল হককে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় ৫ অক্টোবর ২০২৪ তারিখে ভিকটিমের বাবা মামুনুল হক মামুনের অভিযোগের প্রেক্ষিতে বিমানবন্দর থানায় একটি মামলা রুজু হয়।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাত্তার ডিলার ও সুজন ডিলারকে শনাক্ত করা হয়।
রবিবার বিকাল ৫: ৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মোস্তাফিজু রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় বংশাল থানার রাইসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বিমানবন্দর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |