আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪
নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলাল উদ্দিনকে চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর খুলশি থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর খুলশী এলাকা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলাল উদ্দিনকে সিএসপির কোতোয়ালী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন থানায় মামলা রয়েছে। ডিএমপি পুলিশ তাকে নিয়ে যেতে ইতিমধ্যে চট্টগ্রামের পথে রয়েছেন। এ বিষয়ে ডিএমপি থেকে বিস্তারিত ব্রিফ করে জানানো হবে।
প্রসঙ্গত, হেলালুদ্দিন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |