আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১১
বিডি দিনকাল ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন।
রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকরা আজ মঙ্গলবার সকালে রিজভীর স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বাসায় ফেরার অনুমতি দেন।
গত শনিবার ল্যাব এইড হাসপাতালে রিজভীর হার্টে রিং পরানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সেরে উঠেছেন বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু। রিজভীকে কিছুদিন পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে বলেও জানান তিনি।
এদিকে রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার গণমাধ্যমকে বলেন, ‘স্যার ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’
এদিকে রিজভী আহম্মেদ সুস্থ হয়ে বাসায় ফেরার খবরে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে সস্থি ফিরে এসেছে।অনেকেই তার সুস্থতা কামনায় নানা ভাবে দোয়া করেছেন
(আজ মঙ্গলবার হাসপাতাল ছাড়ার পূর্বমুহূর্তে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি)
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |