আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৪
বিডি দিনকাল ডেস্ক : সিএন্ডএফ ব্যবসায়ী এম শরীফ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে পরিবার ও ছাত্রদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।এসময় শরিফ উদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টায় উত্তরা প্রেস ক্লাবে এম শরীফ উদ্দিনের স্ত্রী আখি শরীফসহ তার পরিবারের কয়েকজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা উপস্থিত থেকে মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে তার মুক্তি দাবি করেন।
এসময় এম শরীফুর উদ্দিনের স্ত্রী আখী শরীফ বলেন, আমার স্বামী কখনই কোন রাজনীতির সাথে জড়িত ছিলোনা। তিনি ষড়যন্ত্রের শিকার। উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যণ সমিতিতে মেজর অব: আনিছুর রহমানের প্রতিপক্ষ হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছিলো। তার পর থেকেই এই আনিছুর রহমান আমাদের পিছনে লাগে। আনিছুর রহমান ও তার দোসররা মিলে কৌশলে এম শরীফর উদ্দিনের নাম মিথ্যা হত্যা মামলা জড়িয়ে দিয়েছে। তিনি একজন ব্যবসায়ী ও সমাজ সেবক। গত কিছু দিন আগে যৌথ বাহিনী তাকে তুলে নিয়ে যায়। বর্তমানে সে জেলখানায় আছে।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের পানি, খাবার, সেলাইন দিয়ে অনেক ভাবে সহযোগীতা করেছেন এমন প্রমাণ আমার কাছে অনেক আছে। আমি আমার স্বামী নামে দেওয়া মিথ্যা মামলার প্রত্যাহারসহ দ্রুত মুক্তি চাই।
সাবেক মেজর আনিসুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে এম শরীফ উদ্দিনের স্ত্রী বলেন , মেজর আনিস পলাতক হাসিনার পরিবারের সাথে আত্মীয়তা করেছেন । তার ছেলে সোহাগ রহমান এর স্ত্রীর চাচা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হানিফ ।মেয়ের আপন মামা বরিশালের আবুল হাসনাত আব্দুল্লাহ । মেয়ের আপন খালাতো ভাই ঢাকার দক্ষিণের সাবেক মেয়র (পলাতক) শেখ ফজলে নূর তাফস যুবলীগের চেয়ারমেন শেখ ফজলে নূর তাফসও মেয়েটির আপন খালতো ভাই । এ ছাড়া সাবেক মেজর আনিসুর রহমানের বেয়াই মো: রাশেদুল আলম পলাতক শেখ হাসিনার কথিত ঘনিষ্ট জনদের একজন । এই রাশেদুল আলম, এমপি নমিনেশন কমিটির বোর্ডের একজন সদস্য ছিলেন । সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের দুই টি মামলা রয়েছে সাবেক মেজর আনিসুর রহমান ও তার ছেলে সোহাগ রহমানের নামে । মামলা দুইটি উত্তরা পশ্চিম এবং পূর্ব থানায় রুজু রয়েছে । অথচ এদেরকে পুলিশ গ্রেফতার করছে না । অবিলম্বে কথিত এই মেজর ও তার ছেলেকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দের জোরালো দাবি জানাচ্ছে আঁখি শরীফ ।
এম শরীফ উদ্দিনের ভাতিজি উর্মি বলেন, আমরা মামলার বাদির সাথে কথা বলেছি। তারা বলে আমরা শরীফ উদ্দিন নামে কাউকে চিনিনা। আমাদের মামলার আসামী ছিলো ১৬ জন পরে শুনি ২ শত এর অধিক মানুষকে আসামী করা হয়েছে। কে বা কারা এসব নাম মামলয় যুক্ত করেছে তার কিছুই আমরা জানিনা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী প্রায় ৫০ জন ছাত্র উপস্থিত থেকে শরিফ উদ্দিনের আন্দোলনে থাকার ব্যপারে সাক্ষ্য দেয়। তাদের পক্ষ থেকে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত বলেন, আমার বাসা এম শরীফর উদ্দিনের আষ্কেলের বাসার পাশেই। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় তখন আষ্কেল আমাকে আন্দোলন করার পরামর্শদেন এবং আমাকে বলে তাদের যখন যা লাগবে আমাকে বললে আমি ব্যবস্থা করে দিবো। আজমপুর থেকে এপিবিএন পর্যন্ত আমরা যারা ছিলাম তাদের খাবার, পানিসহ বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তিনি। আজকে দু:খের সাথে বলতে হচ্ছে, যাদের নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি তারাই আজ মিথ্যা মামলায় জেলে। এমন দেশতো আমরা চাইনি।
উত্তরা টাউন কলেজের শিক্ষার্থী আকাশ বলেন, আন্দোলন করতে গিয়ে ৫ আগস্টে আমি গুলিবিদ্ধ হই। আমাকে হাসপাতালে নেওয়াসহ চিকিৎসা বাবদ অনেক সহযোগীতা করেছেন এম শরীফ উদ্দিন। আর এখন শুনি তিনিই নাকি হত্যা মামলার আসামী। মামলা থেকে শরীফ উদ্দিনের নাম প্রত্যাহার করে দ্রুম মুক্তির দাবি জানাচ্ছি।
৫ আগস্ট বিকেল বেলায় র্যাব ১ এর পাশে আওয়ামী পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয় মো: জসিম টুক্কু নামে এক ব্যক্তি। তার পরিবারের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে মো:শরীফ । আজকের এই সংবাদ সম্মেলনে তারা সকলেই উপস্থিত ছিলেন ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |