আজ শুক্রবার | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১০
বিডি দিনকাল ডেস্ক : বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ,বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে নেয়া হবে।তাঁকে প্রথমে লং ডিসেটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে।
বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে বলে একটি সূত্র জানায় । তার চিকিৎসকদের পক্ষ থেকে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘লন্ডনে তীব্র শীত পড়ার আগেই আমরা বেগম জিয়াকে সেখানে নিতে চাই। এ জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার চেষ্টা চলছে।’
আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়। দুই বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হয়।
এখন গুলশানের বাসায় আগের মতোই মেডিকেল বোর্ডের সার্বক্ষনিক তত্ত্বাবধায়নে আছেন বেগম জিয়া। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |