আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০০
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন।
দুর্নীতি দমন কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুপুর আড়াইটার দিকে পদত্যাগ করার পরপরই তারা নিঃশব্দে অফিস ত্যাগ করেন।’
দুদক সচিব খোরশেদা ইয়াসমিন কার্যালয়ের গেটে তাদের বিদায় জানান। তাদের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও তিনি জানান।
বিকেলে নবগঠিত দুদক সংস্কার কমিশনে তাদের বৈঠকের কথা থাকলেও বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে জানান আরেক কর্মকর্তা।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। তার সঙ্গে জহুরুল হককে কমিশনার তদন্ত হিসেবে নিয়োগ দেয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে কমিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থানে নিয়োগ দেয়া হয়।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |