আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৩
উত্তরা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোর মোঃ জুবায়ের আহমেদ (২০) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে চুরি হওয়া ইয়ামাহা Fz v-1 ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায় দক্ষিণখানের বাগানবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধারসহ জুবায়েরকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. রাত আনুমানিক ৮:২০ ঘটিকায় বাদী মোঃ জাহিদ হাসান মিন্টু(২৩) তার ইয়ামাহা Fz v-1 ১৫০ সিসি কালো রঙয়ের মোটরসাইকেল উত্তরা ৮নং সেক্টর মসজিদ মার্কেটের সামনে রেখে পাশে খাওয়ার জন্য যান। তিনি ভুলবশত মোটরসাইকেলের চাবি নিতে ভুলে যান। খাওয়া শেষ করে রাত আনুমানিক সাড়ে আট ঘটিকায় ওই স্থানে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এ ঘটনায় বাদী মোঃ জাহিদ হাসান মিন্টুর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পূর্ব থানায় একটি চুরির মামলা রুজু হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১ নভেম্বর ২০২৪ খ্রি. রাত আনুমানিক সাড়ে তিন ঘটিকায় উত্তরা পূর্ব থানার একটি টিম অভিযান পরিচালনা করে দক্ষিণখানের বাগানবাড়ি এলাকা থেকে জুবায়েরকে গ্রেফতার করে ও তার হেফাজত থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।
গ্রেফতারকৃতকে উত্তরা পূর্ব থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |