আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪৪
সাদাফ আলী খান ,বিশেষ প্রতিনিধি:রাজধানীর আরামবাগ বক্স কালভার্ট রোডে ৯ নং ওয়ার্ড যুবদল এর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড , ইউনিটের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতিতে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এর সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক এম.এ গাফফার,যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু,মুকিত হোসেন,সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.নুরে আলম সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো:শাহজাহান চৌধুরী সহ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মীসভার সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোমিন বেপারী ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বিপ্লব হোসেন মিতু।
সভায় বক্তারা বলেছেন , এদেশে অতীতে কোনো স্বৈরাচার থাকতে পারেনাই , জুলুমবাজ,খুনি স্বৈরাচার শেখ হাসিনাও থাকতে পারে নাই । গত ১৭ বছর ভারতের দালাল সরকার আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছিলো । রাজপথের অনেক সহযোদ্ধাকে গুম করেছে,খুন করেছে ,পঙ্গু করে দিয়েছে । আজ সেই খুনি হাসিনার সরকারের টিকিটিকিও খুঁজে পাওয়া যাচ্ছে না । আমাদের সতর্ক থাকতে হবে । লড়াই এখনো শেষ হয়ে যায় নাই । আমাদের প্রস্তুত থাকতে হবে , যখন যে ডাক আসবে তখনি আমাদের সেই ডাকে সারা দিয়ে রাজপথে থাকতে হবে ।
আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রসস্কারের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেই আলোকে আগামীতে আমাদেরকে কাজ করতে হবে ।
অনুষ্ঠানে দেশ ও জনগণের শান্তি কাম্য করে বিশেষ দোয়া করে হয় । একেই সাথে ২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদ বীর যুদ্ধাদের আত্মার শান্তি কামনা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |