আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৮
ঢাকা, ২ নভেম্বর, ২০২৪ (বাসস): রাজধানীর কচুক্ষেতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া আসামিরা হলেন, রিফাত, হৃদয় ও ইয়াসিন।
আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপর দিকে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৩১ অক্টোবর রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ভাষানটেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |