আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৩
গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বকভাবে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়, যার মামলা নং-১০, তারিখঃ ২৮ সেপ্টেম্বর ২০২৪, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১)। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ নভেম্বর ২০২৪ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজারের মেইন রাস্তা সংলগ্ন আশিকের চায়ের দোকান” হতে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ ইসমাইল হোসেন @ ইসমাইল সরদার (৫০), পিতা-মৃত মুক্তার সরদার, সাং-ক্ষেমিরদিয়াড় দক্ষিনপাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |