আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৯
বিডি দিনকাল ডেস্ক : চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ঝিনাইদহের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন এর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে প্রতিনিধি দলটি শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
রোববার সকালে (নভেম্বর ১০, ২০২৪) ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে শহীদ রাকিবুল হোসেনের বাসায় যান প্রতিনিধি দলটি। তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারবর্গের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এই সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন ,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে শিক্ষার্থী-জনতার আন্দোলনে শহিদ ও আহত মিলে প্রায় ৩০০ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং এসব পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছি।’
বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য রুমন আরো বলেন,‘আমরা আহতদের পাশে দাঁড়িয়েছি। গুরুতর আহতদের মধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকা পর্যন্ত নিয়ে গিয়েছি, বিশেষ করে যারা চোখ হারিয়েছেন তাদের ব্যাপারে প্রাধান্য দিয়েছি। এ পর্যন্ত আমরা দেড় শতাধিক আহত মানুষকে ঢাকাসহ আশে-পাশের হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেডিসিনেরও ব্যবস্থা করে দিয়েছি এবং দিচ্ছি। তিনি বলেন, অনেক ফ্যামিলি আছে, ওইসব ফ্যামিলির শহিদ ও আহত সদস্যদের বিষয়ে তারা কিছুই জানাচ্ছে না। কিন্তু আমরা থেমে থাকিনি। ঢাকাসহ অন্যান্য শহরে তাদেরকে খুঁজে বের করে সহায়তা প্রদান অব্যাহত রেখেছি।’
‘শিক্ষার্থী-জনতার আন্দোলনে দেশের প্রতিটি জেলায় শহিদ ও আহত পরিবারের নিকাটাত্মীয়দের কাছে ‘আমরা বিএনপি পরিবার’র প্রতিনিধি দল যাবে এবং তাদের পাশে দাঁড়াবে’ বলেও রুমন উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট এম এ মজিজ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত, চব্বিশের গণআন্দোলনে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে রাকিবুল হোসেন এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমদ আলী মণ্ডলের ছেলে সাব্বির মণ্ডল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন।
এদিকে এর আগে গতকাল শনিবার ১০ নভেম্বর চব্বিশ’র গণঅভ্যুত্থানে শিক্ষার্থী-জনতার গণআন্দোলন চলাকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দু’টি জেলা কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারগুলোর সাথে সাক্ষাত করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এই প্রতিনিধি দলের সদস্যরা গতকাল শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের ‘দিশা টাওয়ার’ এবং একই দিন বিকেল ৪টায় চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়নে শোকাহত এসব পরিবারের নিকটাত্মীয়দের সাথে মতবিনিময় করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |