আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪২
ইসরায়েলের সঙ্গে উয়েফা নেশন্স লীগের দ্বিতীয় রাউন্ডে ড্র করেছে ফ্রান্স। ফলে বেলজিয়ামকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল তারা। হারলে বেলজিয়ামের সুযোগ তৈরি হতো। তবে ম্যাচে জয়ের পূর্ণ সম্ভাবনা থাকলেও কাজে লাগাতে পারেনি কিলিয়ান এমবাপ্পেবিহীন ফরাসিরা। ফলে ম্যাচ শেষে তাকিয়ে থাকতে হয় বেলজিয়ামের ম্যাচের দিকে, সেখানে বেলজিয়ামের হারের পরই উল্লাসে মাতে ফরাসিরা।
বৃহস্পতিবার রাতে ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় তোলে ফ্রান্স। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতা আর ইসরায়েলের গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পেল না তারা। তবে, এই ড্রয়ের পরও অন্য ম্যাচের ফল পক্ষে আসায় নেশন্স লীগের কোয়ার্টার-ফাইনালের টিকেট পেয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগের দুই তারকা এমবাপ্পে ও উসমান ডেম্বেলে দলে না থাকলেও, ঘরের মাঠের ম্যাচে আক্রমণে ঘাটতি ছিল না ফ্রান্সের। কিন্তু গোলের জন্য নেওয়া ২৪ শটের আটটি লক্ষ্যে রেখেও একটিও জালে পাঠাতে পারল না তারা। দুই দলের প্রথম দেখায় ৪-১ গোলে জিতেছিল ফ্রান্স।
পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লীগের ২ নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ২০২১ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স।
ছিটকে গেল বেলজিয়াম
দিনের আরেক ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট ইতালি চলে গেল কোয়ার্টার ফাইনালে। ইতালির পক্ষে ১১ তম মিনিটে একমাত্র গোল করেন এসি মিলানের মিডফিল্ডার সান্দ্রো তোনালি। ১৭ই নভেম্বর ইতালি ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে গ্রুপ সেরা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |