আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৫
ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে বাদল রায়কে শেষ বারের মতো দেখতে আসেননি বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে না আসার ব্যাখ্যায় সালাউদ্দিন জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি ওখানে (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে) যাওয়ার জন্য তৈরি ছিলাম। নাবিলের (বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ) সঙ্গে কথাও হয়েছে। তবে আমি অসুস্থ ছিলাম। ভালো অসুস্থ ছিলাম। ভয় পেয়েছিলাম করোনাই হলো নাকি! পরের দিন ভোরবেলা করোনা পরীক্ষাও করেছি। রেজাল্ট পাইনি। এখনও গলা ভাঙা আছে।
আমি এখন একটু ভালো বোধ করছি বলেই ভবনে এসেছি।’ তবে রাতে রিপোর্টে তিনি জানতে পারেন তার কোভিড-১৯ পজিটিভি।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে মঙ্গলবার (২৪ নভেম্বর) কোভিড টেস্ট করান কাজী সালাউদ্দিন। বুধবার রাতে ফল পাওয়া গেছে। পজিটিভ এসেছে।;’
আপাতত নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে বাফুফে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |