আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৬
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের বৈঠক হয়েছে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন ,নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে ।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু আরও বলেন, এটাতো একটা ভালো পদক্ষেপ। সবাই জানতে চাচ্ছে, নির্বাচনের রোডম্যাপ কী, কবে নির্বাচন হবে? দেশী-বিদেশী স্টেকহোল্ডাররা সবাই তো অপেক্ষা করছে। তবে শপথ নেয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে, আমরা আশা করি, জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যতদ্রুত সম্ভব এগিয়ে যাবে। আগামীদিনে সেটাই প্রত্যাশা থাকবে।
তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে সবার একই প্রশ্ন নির্বাচন কবে? সেই প্রশ্নের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সব সময় বলি যে, একটি গণতন্ত্র সরকার, গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে না যাওয়া পর্যন্ত যারা স্টেকহোল্ডার আছে, সবার অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে। তাদেরও (তুরস্ক) সেই আগ্রহ আছে। তারা জানতে চাচ্ছে, কবে নির্বাচন হবে?
খসরু বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। আগামীদিনে রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে আমরা সবাই মিলে এক সঙ্গে কাজ করব। এব্যাপারে ওআইসিসহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তুরস্কসহ আমরা সবাই একসঙ্গে কাজ করার চিন্তা আছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তুরস্কের ভাষার বিষয়ে কাজ করছেন। আগামীদিনে সাংস্কৃতিক সেন্টার করার ভাবনা তাদের আছে। দু’দেশের ব্যবসা-বাণিজ্যে ১.২ বিলিয়নের মতো ব্যবসা হচ্ছে। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেবিষয়েও আলোচনা হয়েছে। এজন্য আমাদের দু’দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং ব্যবসার সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায়-সেটা আলোচনা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশনসহ আগামীদিনে আমাদের সংস্কারে তুরস্ক কাজ করতে রাজি আছে বলেও জানান আমীর খসরু।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |